ভারতের সাবেক রাষ্ট্রপতি ও প্রখ্যাত বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম গতকাল সোমবার পৃথিবী ছেড়ে চলে গেছেন। সরল ও নিরহংকার জীবন-দর্শনের জন্য পরিচিত ছিলেন তিনি। দরিদ্র পরিবার থেকে উঠে এসে ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানী ও জনপ্রিয় রাষ্ট্রপতি হওয়া আবদুল কালামকে কখনোই অহংকার ও জীবনের জটিলতা স্পর্শ করতে পারেনি।

এ পি জে আবদুল কালামের জীবনের কিছু দর্শন চিরদিন মানুষকে অনুপ্রাণিত করবে। টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত তাঁর কয়েকটি জীবন-দর্শনের কথা দেওয়া হলো।


স্বপ্ন বাস্তব হওয়ার আগে তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে।


দুর্নীতিমুক্ত ও সুন্দর মনের মানুষের দেশ হতে গেলে আমি মনে করি, সমাজের তিন সদস্য পার্থক্য গড়তে পারে। তারা হলো বাবা, মা ও শিক্ষক।

৩ 
তরুণদের প্রতি আমার বার্তা হলো, অন্যভাবে চিন্তার সাহস করো, আবিষ্কারের সাহস করো, আজানা পথে আগাও, অসম্ভবকে আবিষ্কারের সাহস করো এবং সমস্যা জয় করো ও সফল হও। এসব হলো মহান গুণ, যা নিয়ে সবাইকে আগাতে হবে। তরুণদের প্রতি এটাই আমার বার্তা।


সফল হতে হলে নিষ্ঠার সঙ্গে শুধু নিজ লক্ষ্যের প্রতিই মনোযোগ দিতে হবে।


একজন নেতার ব্যাখ্যা দিই। তাঁর অবশ্যই দূরদৃষ্টি ও অবেগ থাকতে হবে এবং কোনো সমস্যায়ই ভীত হওয়া যাবে না। এর পরিবর্তে তাঁকে জানতে হবে, কীভাবে এটি পরাজিত করা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাঁকে অবশ্যই নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।


বড় স্বপ্নদ্রষ্টার বৃহৎ কোনো স্বপ্ন সব সময়ই সীমা ছাড়িয়ে যায়।


আমাদের বর্তমান বিসর্জন দেওয়া হবে যেন আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর হয়।


মানুষের কঠিন সময় দরকারি বিষয় কারণ, সফলতায় আনন্দ পেতে এর প্রয়োজন আছে।


আকাশের দিকে তাঁকাও। আমরা একা নই। সারা মহাবিশ্বই আমাদের বন্ধুর মতো এবং সবচেয়ে ভালোটিই দেয় যে স্বপ্ন দেখে ও চিন্তা করে।

১০
তোমরা দেখ, সৃষ্টিকর্তা তাঁদেরই সহায়তা করে, যাঁরা কঠোর পরিশ্রম করেন। এই নীতি একদম পরিষ্কার।