সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে আবারো কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি আগের দিনের চেয়ে ৩৫ সেন্ট বা ১ দশমিক শূন্য ৬ শতাংশ কমে ৩২ ডলার ৭৫ সেন্টে নেমে গেছে।

এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক তেলের দাম ৪৩ সেন্ট বা ১ দশমিক ৩৬ শতাংশ কমে নেমে গেছে ৩১ ডলার ৮৭ সেন্টে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জ্বালানি তেলের মজুদ রেকর্ড পর্যায়ে উন্নীত হওয়ায় বৃহস্পতিবার এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম দু’দিনের ব্যবধানে আবারো কমেছে।

আর যুক্তরাষ্ট্রে তেলের মজুদ রেকর্ড পর্যায়ে উন্নীত হওয়ায় বিশ্ববাজারেও পণ্যটির সরবরাহের পরিমাণ মাত্রাতিরিক্ত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বুধবার যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ জানায়, দেশটির বাণিজ্যিক তেলের মজুদ ৮৪ লাখ ব্যারেল বেড়ে ৪৯ কোটি ৪৯ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে, যা আগের যেকোনও সময়ের চেয়ে বেশি।

মজুদ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল ব্যবহারকারী দেশটির চাহিদা আগের চেয়ে কমেছে। আর এতে করে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ বুধবার এশিয়ার বাজারে ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি আগের দিনের চেয়ে ১ ডলার ৩৪ সেন্ট বেড়ে ৩৩ ডলার ১৪ ডলারে ওঠে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক তেলের দাম ৮৫ সেন্ট বেড়ে ৩২ ডলার ৩০ সেন্টে বিক্রি হয়।