Home Hot News Today আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশ

0

সৌদি আরবে অনুষ্ঠিত কিং আবদুল আজীজ আন্তর্জাতিক কুরআন মুখস্থ প্রতিযোগিতার বি ক্যাটাগরিতে সেরা হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ নাজম আবদুল কালাম আজাদ। অন্য শাখায় প্রথম হয়েছেন নাইজেরিয়ার এক প্রতিযোগী।
মক্কায় অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় ৬১ টি দেশের দেড়শ’র জন প্রতিযোগী অংশ নেন। এতে আরব দেশগুলো থেকেও অনেক প্রতিযোগী অংশ নেয়। কিন্তু এদেরকে হটিয়ে দ্বিতীয় ক্যাটাগরিতে সেরা স্থান দখল করেন বাংলাদেশের মোহাম্মদ নাজম আবদুল কালাম আজাদ।
তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৮০ হাজার সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১৬ লাখ ৫৬ হাজার ২শ ৩২ টাকা। প্রতিযোগিতার প্রথম ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী নাইজেরিয়ার কাবিরু আবুবকর মুসা পেয়েছেন ১ লাখ সৌদি রিয়াল।বাংলাদেশের আর এক প্রতিযোগি হাবিবুল্লাহ সিরাজুল ইসলাম তৃতীয় হয়েছেন।
পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২০ হাজার সৌদি রিয়েল।.সৌদি সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী সালেহ আল-আশেইখ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
কুরআন প্রতিযোগিতায় আরব দেশগুলোকে হটিয়ে দু’জন অনারবের সেরা স্থান দখল করায় বিস্ময় প্রকাশ করেছেন জেদ্দাভিত্তিক কুরআন মেমোরাইজেশন অর্গানাইজেশনের মহাসচিব আবদুল্লাহ বাসফার।
তিনি এ সম্পর্কে আরব নিউজ প্রতিনিধিকে বলেন, এটি অন্যান্য মুসলিম দেশে এ ধরণের প্রতিযোগিতার আয়োজনে উৎসাহ যোগাবে।