Home Hot News Today আজ রাত থেকে দূরপাল্লার বাস চলবে

আজ রাত থেকে দূরপাল্লার বাস চলবে

0
554

অবশেষে দীর্ঘ এক মাস রাতে বাস চলাচল বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার রাত থেকে দূরপাল্লার গাড়ি চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সচিবালয়ে বাস মালিক সমিতির নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ বিকেলে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বৃহস্পতিবার রাত থেকে দূরপাল্লার সব রুটের বাস চলবে এবং সড়কে নিরাপত্তা বাহিনীর টহল অব্যাহত থাকবে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের পর থেকে রাতে দেশের মহাসড়কগুলোতে যাত্রীবাহী বাসে পেট্রলবোম হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। পরে গত ৯ ফেব্রুয়ারি থেকে মহাসড়কে রাত ৯টার পর বাস চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছিল সরকার। এরপর থেকে রাতে বাস চলাচল বন্ধ ছিল।

 

ঢাকা প্রতিনিধি : ফারিয়া সাবরিন সিথি