Home Hot News Today আজ দ্বিতীয় দিনের আসরে লোকসঙ্গীত উৎসব

আজ দ্বিতীয় দিনের আসরে লোকসঙ্গীত উৎসব

0
৩ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উত্সব শুরু হয়েছে গতকাল। সন্ধ্যা ৬টায় ঢাকার আর্মি স্টেডিয়ামে এই আয়োজনের উদ্বোধন হয়। প্রতিদিন একই সময় থেকে রাত ১২টা অবধি থাকছে লোকজ গানের আসর। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও উত্সবে অংশ নিচ্ছে ৬টি দেশের সঙ্গীতশিল্পীরা।
আজকের শিল্পীরা হলেন বাংলাদেশের জালাল, লতিফ সরকার, কানাডার প্রসাদ, ভারতের ইন্ডিয়ান ওশান ও কৈলাশ খের। দ্বৈত পরিবেশনায় অংশ নেবেন স্পেনের কারেন লুগো ও রিকোর্ডো মোরো এবং বাংলাদেশের বাউল শফি মণ্ডল ও লাবিক কামাল গৌরব।
এছাড়া শেষদিনে থাকবেন বাংলাদেশের সুনীল কর্মকার, ইসলাম উদ্দিন কিসসাকার ও বারী সিদ্দিকী। দলীয়ভাবে সঙ্গীত পরিবেশন করবে বাংলাদেশের তাপস অ্যান্ড ফ্রেন্ডস ও ভারতের নুরান সিস্টার্স। সবশেষে সম্মিলিত পরিবেশনায় অংশ নেবেন যুক্তরাজ্যের সুশীলা রামান, স্যাম মিলস ও ভারতের পবন দাস বাউল। উত্সবের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সকল শিল্পীর পরিবেশনা সরাসরি উপভোগ করা যাচ্ছে। ধারণকৃত অংশ প্রচার হচ্ছে মাছরাঙা টেলিভিশনে।