আজ বৃহস্পতিবার আগামী ২০১৫-২০১৬ অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) বাংলাদেশের ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিতকরণ ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যে এ এডিপি অনুমোদন করতে যাচ্ছে। পরিকল্পনা কমিশন আগামী অর্থবছরে পরিবহন, বিদ্যুৎ, অবকাঠামো এবং শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে ৯২ হাজার ৫০০ কোটি টাকার এডিপি প্রস্তাব ইতোমধ্যে চূড়ান্ত করেছে। জানা যায়, আগামী এডিপিতে নিজস্ব অর্থায়নে মোট ১২৫টি প্রকল্প বাস্তবায়ন করবে স্বায়ত্বশাসিত সংস্থা অথবা করপোরেশনগুলো। এ এডিপি প্রস্তাব আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত এডিপিতে পরিবহন খাতে সর্বাধিক বরাদ্দের সুপারিশ করা হয়েছে। পদ্মা সেতু, নতুন সড়ক নির্মাণ, রেলওয়ের উন্নয়ন এবং দেশের বর্তমান সড়কসমূহ মেরামতের লক্ষ্যে এ খাতে সর্বাধিক বরাদ্দের সুপারিশ করা হয়েছে। মোট এডিপির ২১.৮৮ শতাংশ অর্থাৎ ২০ হাজার ২৩৫ কোটি টাকা পরিবহন খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের সুপারিশ করা হয়েছে বিদ্যুৎ খাতে। এ খাতে ১৫ হাজার ৪৮৫ কোটি অর্থাৎ মোট বরাদ্দের ১৬.৭৪ শতাংশের প্রস্তাব করা হয়েছে। অবকাঠামো বিশেষ করে পানি সরবরাহ ও গৃহায়ন খাতে ১০ হাজার ৪৫৮ কোটি টাকা অর্থাৎ মোট বরাদ্দের ১১.৩১ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।