মার্কিন উপ প্রতিরক্ষামন্ত্রী রবার্ট ওয়ার্ক বলেছেন, রাশিয়া তার পারমাণবিক অস্ত্রের মাধ্যমে আগুন নিয়ে খেলছে। যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী পারমাণবিক অস্ত্র চুক্তি লঙ্ঘন করে উল্লেখযোগ্য সেনা অগ্রযাত্রার মাধ্যমে এটি প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।
বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটিকে এসব কথা বলেন তিনি।
কমিটিকে রবার্ট ওয়ার্ক জানান, আগামি দিনগুলিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন করতে প্রতিরক্ষা বাজেটের ৭ শতাংশ পর্যন্ত প্রয়োজন হবে, যা বর্তমানের চেয়ে তিন থেকে চার শতাংশ পর্যন্ত বেশি। এক্ষেত্রে অতিরিক্ত বরাদ্দের অনুমতি না পাওয়া গেলে অন্যান্য প্রকল্পের ব্যয় সংকোচন করা হতে পারে।
ওয়ার্ক বলেন, পারমানবিক অস্ত্রের জোরে প্রতিবেশিদের ওপর হস্তক্ষেপের মস্কোর চেষ্টা ভেস্তে গেছে। আসলে এর মাধ্যমে ন্যাটোর মিত্রদের আরও ঘনিষ্ঠ করেছে।