Home আজকের গরম খবর আকস্মিকভাবে নোট ৭-এর পরবর্তী সংস্করণ আনার বিষয়টি নিশ্চিত করেছে স্যামসাং

আকস্মিকভাবে নোট ৭-এর পরবর্তী সংস্করণ আনার বিষয়টি নিশ্চিত করেছে স্যামসাং

গত বছর যখন নোট ৭ স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটে, তখন অনেকেই নোট ৮-এর সম্ভাবনার আশা ছেড়ে দিয়েছিলেন। এ বছরের জানুয়ারি মাসে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান ডিজে কোহ আকস্মিকভাবে নোট ৭-এর পরবর্তী সংস্করণ আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি চলতি বছরের প্রথম প্রান্তিকের আয় ঘোষণা করেছে স্যামসাং। এতে নতুন করে নোট ৮-এর সম্ভাবনা দেখা গেছে। এ বছরের দ্বিতীয়ার্ধে ওই ফোন বাজারে ছাড়তে পারে স্যামসাং।

গত ৩১ মার্চ শেষ হওয়া প্রান্তিকের ফল গত বৃহস্পতিবার প্রকাশ করেছে স্যামসাং। কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বছরের দ্বিতীয়ার্ধে নতুন স্মার্টফোন আনবে স্যামসাং।

এ সময়টাতে সাধারণত নোট সিরিজের স্মার্টফোন বাজারে ছাড়ে স্যামসাং। ২০১৫ সালে গ্যালাক্সি নোট ৫ ও গত বছরের আগস্ট মাসে নোট ৭ বাজারে ছেড়েছিল স্যামসাং।

স্যামসাংয়ের বিবৃতি অনুযায়ী, নিয়মিত স্মার্টফোন বাজারে ছাড়ার সময় মেনেই নোট ৮ বাজারে ছাড়া হচ্ছে।

সাধারণত অ্যাপলের নতুন আইফোন বাজারে আসার আগে নোট সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে ছাড়ে স্যামসাং। তবে গত বছরের বাজে অভিজ্ঞতার কারণে এবারে তাড়াহুড়া করছে না দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। তবে নোট ৭-এর দুর্দশা নোট ৮ দিয়ে স্যামসাং কাটাতে পারবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছে প্রযুক্তি বিশ্ব। তথ্যসূত্র: এনডিটিভি।