তাকে পাওয়া যায় না সাংবাদিকদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় দল। সব কাজই যদি আমি করি, অন্যরা কি করবেন? তাদেরও তো কথা বলতে হবে। আর প্রতিদিন মিডিয়ায় কথা বললে গুরুত্ব থাকে না, জনপ্রিয়তা কমে যায়। তারপরও তো আমি কথা বলি, কাজ করি।’
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সার্বজনিন করতে মিডিয়াকে আরো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার মাতৃভূমির রূপকার ও প্রশ্রয়দাতা। আমি জানি বঙ্গবন্ধুকে নিয়ে মিডিয়া বৈরী কোনো মনোভাব পোষণ করে না। তারপরও বঙ্গবন্ধুকে আরো বেশি করে তুলে ধরার জন্য মিডিয়াকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহদাতবার্ষিকী উপলক্ষে আমরা ৪০ দিনের কর্মসূচি হাতে নিয়েছি। এ কর্মসূচি সফল করতে গণমাধ্যম তার ক্রিয়েটিভিটি দিয়ে জাতির কাছে উপস্থাপন করবে বলেই আশা প্রকাশ করছি।’