ত্রিশজন ইথিওপিয় খ্রিস্টানকে শিরচ্ছেদ ও গুলি করে হত্যার ভিডিও প্রকাশ করেছে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। রোববার অনলাইনে তারা ওই ভিডিওটি প্রকাশ করে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে তারা ছবিটির সত্যত্যা নিরপেক্ষ সূত্র থেকে যাচাই করতে পারেনি। তবে এর আগে সিরিয়া ও ইরাকে মানুষ হত্যার যে ভিডিও আইএস প্রকাশ করেছিল নতুন এই ভিডিও চিত্রটির সঙ্গে তার মিল রয়েছে।

ভিডিওতে, হত্যার আগে কালো মুখোশ পরিহিত এক আইএস যোদ্ধাকে দীর্ঘ বক্তৃতা দিতে দেখা গেছে। তার বক্তব্যে খ্রিস্টানদের মুসলমান হত্যাকারী ক্রুসেডার হিসেবে চিত্রিত করা হয়েছে। তিনি বলেন, ‘তোমাদের ধর্ম মুসলমানদের যে রক্ত ঝরিয়েছে তা সস্তা নয়।’

ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলেন, ‘ক্রস জাতির জন্য আমরা ফিরে এসেছি।’

এরপরই সাগরতীরে ১৫জনের শিরচ্ছেদের করা হয়। একই ভিডিওতে মরুভূমি এলাকায় ১৫জনকে মাথায় গুলি করে হত্যা করা হয়।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে লিবিয়া ২১জন মিশরীয় কপটিক খ্রিস্টানকে শিরচ্ছেদ করে তার ভিডিও প্রকাশ করেছিল আইএস। এরপরই আইএসের ওপর বিমান হামলা চালানোর নির্দেশ দেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি।