অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হল আজ। এই পরীক্ষায় সারা দেশে প্রায় পৌনে ১১ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছেন। সকাল ১০টায় দেশের বাইরের ৭টি কেন্দ্রসহ সারা দেশে একযোগে ওই পরীক্ষা শুরু হয়। প্রথম দিন এইচএসসিতে বাংলা প্রথমপত্র, আলিমে কোরআন মজিদ এবং কারিগরিতে বাংলা-২ বিষয়ের পরীক্ষা।
পরীক্ষাকে সামনে রেখে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথমবারের মতো মঙ্গলবার শুভেচ্ছা বিবৃতি দিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশে দেয়া এই বিবৃতিতে তিনি তাদের সফল ও সুন্দর পরীক্ষা কামনা করেন। পাশাপাশি হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। তিনি তাদেরকে প্রশ্ন ফাঁসের গুজবের পেছনে না ছোটার পরামর্শ দিয়ে বলেন, প্রশ্ন ফাঁস হবে না।
এবার ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিসহ ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ), মাদ্রাসায় আলিম ও কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা এবং ডিপ্লামা-ইন-কমার্স পরীক্ষা রয়েছে। এসব পরীক্ষায় সর্বমোট ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী রয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষ : পরীক্ষা উপলক্ষে বিভিন্ন বোর্ডে একটি করে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি ‘নিয়ন্ত্রণ কক্ষ’ খোলা হয়েছে। এ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারা দেশের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা তদারকি করা হবে। এসব কেন্দ্রের প্রধান কাজ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কঠোর নজরদারি করা। মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে, প্রশ্ন ফাঁসহ পরীক্ষার বিষয়ে যে কোনো অপরাধের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ১৭২২ নম্বর কক্ষে তথ্য জানাতে। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ৯৫৪৯৩৯৬। মোবাইল নম্বর-০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬।