অস্ট্রেলিয়ার রাজনীতিবিদদের সঙ্গে ইতালির ক্যালাব্রিয়ার মাফিয়া চক্রের যোগসাজস রয়েছে। অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় মিডিয়া গ্রুপ ফেয়ারফ্যাক্স মিডিয়া- এবিসি চ্যানেলের ফোর কর্নার এক অনুসন্ধানী প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে।
এক বছর ধরে চালানো অনুসন্ধানে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, রাজনৈতিক অনুদানের যে ফাঁকফোকড় রয়েছে সেগুলি ব্যবহার করে ‘সম্ভাব্য দুর্নীতিতে’ অঙ্গরাজ্য ও কেন্দ্রের রাজনীতিবিদরা জড়িত।
ক্যালাব্রিয়ার মাফিয়ার মূলতঃ ‘এনড্রাংহিতা’ নামে পরিচিত। এরা মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে শত কোটি ইউরো আয় করে। এটি বিশ্বের সবেচেয়ে শক্তিশালী অপরাধী চক্র, যেটি ইতালি থেকে শুরু করে পুরো বিশ্বে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে।
আফ্রিকার জাতীয় প্রচারমাধ্যম এবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই মাফিয়া চক্রটি ফল ও সবজির মতো বৈধ ব্যবসা থেকে হুমকি ও সহিংসতার মাধ্যমে চাঁদা আদায় এবং মাদকের মতো অবৈধভাবে মাদক ব্যবসা করে।
যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, এই মাফিয়া চক্রটির পরিচিত ও সন্দেহভাজন অপরাধীদের সঙ্গে জ্যেষ্ঠ রাজনীতিবিদদের বেশ কিছু ফোন নাম্বারের সন্ধান পাওয়া গেছে। মাফিয়ার সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত এক ব্যক্তি ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সঙ্গে লিবারেল পার্টির অনুদান সংগ্রহ অনুষ্ঠানের বিষয়ে যোগাযোগ করেছিলেন। তবে ওই ব্যক্তির সঙ্গে অপরাধের সংশ্লিষ্টতার বিষয়টি হাওয়ার্ড জানতেন না।
এতে আরও বলা হয়, নিজেদের বৈধ ও অবৈধ ব্যবসার স্বার্থে মাফিয়ার সঙ্গে সংশ্লিষ্ট দাতারা লেবার ও লিবারেল দলের রাজনীতিবিদদের সঙ্গে লবিং করেছেন।
২০১৩ সালের পুলিশ প্রতিবেদন অনুযায়ী, এনড্রাংহিতা নিজেদের কর্মকাণ্ডের বৈধ চেহারা দেয়ার জন্য তারা অনেকে সুপরিচিত রাজনৈতিক দলের দাতাদের ব্যবহার করেছে।