অরিও মিল্কশেক

0
612

অরিও মিল্কশেক

download (2)

উপকরণ :-
২-৩ গ্লাস অরিও মিল্কশেক এর জন্য
অরিও কুকিয বিস্কুট – ৪-৫ পিস
ফুলক্রিম দুধ – ৪ কাপ
( ফুলক্রিম দুধ না থাকলে নরমাল দুধ এর সাথে শুধু ২ টেবিল চামচ গুড়ো দুধ মিলিয়ে নিন )
চকলেট সিরাপ – ৩ টেবিল চামচ
ভেনিলা বা চকলেট আইসক্রিম – ১ বড় স্কুপ
কফি – ১/২ চা চামচ
চিনি – আপনার স্বাদ অনুযায়ী

প্রণালী :-
– দুধ টাকে ডিপে ঠাণ্ডা করে নিতে হবে ।
– তারপর ব্লেনডারে সব উপকরণ দিয়ে শুধু ১-২ মিনিট ব্লেনড করতে হবে ।
– এখন গ্লাস এর ভিতরে চারপাশে চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে মিল্কশেক ঢেলে দিতে হবে ।
– ওপর দিয়ে অরিও কুকিয ভেঙ্গে ওপরে সাজাতে হবে ।
আপনার মজাদার ঠাণ্ডা ঠাণ্ডা চকলেটী অরিও মিল্কশেক রেডি..