Home Hot News Today অবশেষে ভিডিও কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

অবশেষে ভিডিও কল করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

0
‘বেটা ব্যবহারকারী’ হিসেবে যেসব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী নিবন্ধন করেছিলেন তাদের জন্য নতুন  আপডেট হিসেবে অবশেষে ভিডিও কলিং সুবিধা যোগ করেছে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারের সাহায্যে ভিডিও চ্যাটিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ ও এর সার্ভারের সম্ভাব্যতাও যাচাই করে নিচ্ছেন মেসেজিং প্ল্যাটফর্মটির ডেভেলপাররা।
ডেক্কান ক্রনিক্যাল এর খবরে প্রকাশ, স্কাইপ, হ্যাংআউট ও অন্যান্য ভিডিও কলিং অ্যাপের মতো এখন থেকে ভিডিও ব্যবহার করে চ্যাট করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। বেটা ব্যবহারকারীদের জন্য আনা নতুন ফিচার দিয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ মূলত সবার জন্য ভিডিও কল সেবা চূড়ান্তভাবে চালুর সক্ষমতা পরীক্ষা করে নিচ্ছে।
‘বেটা টেস্টার’ হিসেবে নিবন্ধন করে থাকলে হোয়াটসঅ্যাপ-এ ভিডিও কল করতে পারবেন আপনিও। তবে তার জন্য ক্লিক করতে হবে কলিং বাটনে। সেখানেই দুটি অপশন মিলবে, ‘ভয়েস’ ও ‘অডিও’। ওই ফিচারেই রিয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরায় চলে যাওয়া যাবে। কোনো ভিডিও কল মিস করলে, সেই নোটিফিকেশন-ও পাওয়া যাবে। এক্ষেত্রে কল ব্যাক করতে হলে, ওই একই মেন্যু-তে ক্লিক করলেই চলবে।