সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ চালানো অপারেশন টোয়াইলাইটে দুই জঙ্গি নিহত হয়েছেন। আজ রবিবার বিকেলে পাঠানবাড়ি মসজিদের কাছে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।

তিনি আরও জানান, ভেতরে আরও জঙ্গি জীবিত আছে। এ ছাড়া সেখানে প্রচুর বিস্ফোরক আছে।

ভেতরে অবস্থানরত জঙ্গিরা বেশ কৌশলী জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল বলেন, অভিযানে ‘ভালো’ ঝুঁকি রয়েছে। ফলে বলা যাচ্ছে না, কখন তা শেষ হবে।