এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমায় জুটি হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন আইরিন ও আসিফ। শিগগিরই মুক্তি পাবে ছবিটি। সম্প্রতি অনলাইনে ছবিটির ‘অনেক ভেবে’ শিরোনামের একটি গান মুক্তি দেওয়া হয়েছে।

‘হৃদয়ের কথা’, ‘আকাশছোঁয়া ভালোবাসা’ সিনেমার মাধ্যমে দর্শকের মধ্যে জায়গা করে নিয়েছেন অলিক। সম্প্রতি মুক্তি পেয়েছে অলিক পরিচালিত শাকিব-পরী মণি অভিনীত ‘আরো ভালোবাসব তোমায়’। তিনটি সিনেমার সাফল্যের পর এবার আসছে অলিকের চতুর্থ প্রেমের ছবি ‘এক পৃথিবী প্রেম’।

‘অনেক ভেবে’ গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী ও এস আই টুটুল। এস এ হক অলিকের লেখা গানটির সুর করেছেন ইমন সাহা।

‘এক পৃথিবী প্রেম’ ছবিতে মোট ছয়টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, হাবিব, হৃদয় খান, মিলন মাহমুদ ও পড়শী। সংগীত পরিচালক হিসেবে রয়েছেন হাবিব, হৃদয় খান ও ইমন সাহা। ‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের ডিজিটাল প্রচারণায় দায়িত্ব নিয়েছে ‘লাইভ টেকনোলজিস’।

‘এক পৃথিবী প্রেম’ ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনয় জগতের জীবন্ত পাঁচ কিংবদন্তি—হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী ও শর্মিলী আহমেদ।

‘এক পৃথিবী প্রেম’ চলচ্চিত্রের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক এস এ হক অলিক নিজেই। ছবিটি নির্মিত হচ্ছে পানকৌড়ি কথাচিত্রের ব্যানারে। ঢাকা, কক্সবাজার, রাঙামাটিসহ দেশের বিভিন্ন লোকেশনে এ ছবি দৃশ্যায়ন হয়েছে। আগামী রোজা ও কোরবানির ঈদের মাঝের দিকে ছবিটি মুক্তি দেবেন বলে জানান পরিচালক।

‘অনেক ভেবে’ গানটি শুনতে ক্লিক করুন এই লিংকে—