সড়ক দূর্ঘটনায় রাউজানের প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

0
410

ওমানে সড়ক দূর্ঘটনায় রাউজানের এক ওমান প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
হয়েছে। গত সোমবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ওমানে এ দূঘটনা ঘটে। নিহত
প্রবাসীর নাম মো. ফজল আহম্মদ(৪৫)। সে উপজেলার নোয়াপড়া শেখপাড়া গ্রামের
আহম্মদ ছবুরের বড় ছেলে। সূত্রে জানা গেছে, মো.ফজল আহম্মদ ওমানে একটি
বাসায় গৃহস্থলীর কাজ করতেন। কর্মস্থল থেকে আবাসস্থলে যাওয়ার পথিমধ্যে
ওমানের একটি সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী কার চাপা দিলে ঘটনাস্থলে
ফজল আহম্মদের মৃত্যু হয়।

sodok-durgotona

স্থানীয়রা বলেন, ফজল আহম্মদ কয়েক বছর আগে বিভিন্ন ব্যবসা করতেন। অভাবের
সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে এক বছর তিন মাস আগে ওমানে গিয়েছিলেন। ফজল
আহম্মদ প্রায় একযুগ আগে মনোয়ারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। বড় ছেলে মো. ফয়সাল(১১) ও ছোট ছোলে
মো.আরাফাত(৬)। দুই সন্তান আর স্ত্রীকে নিয়ে পাশ্ববর্তী হাটহাজারী উপজেলার
নজুমিয়া হাটে ভাড়া বাসায় থাকত। উপজেলার নোয়াপাড়া শেখপাড়া গ্রামের ফজল
আহম্মদের বাড়িতে গিয়ে দেখা যায়, পুরো বাড়িতে চলছে শোকের মাতম। তার
মৃত্যুতে গর্ভধারীনি নুরজাহান বার বার জ্ঞান হারাচ্ছেন। বৃদ্ধ পিতা
আহম্মদ ছবুর বাকরুদ্ধ হয়ে দুই নাতি মো. ফয়সাল(১১) ও মো.আরাফাত(৬) নিয়ে
বসে আছেন। এদিকে ওমানে প্রয়োজনীয় পক্রিয়া শেষে আগামী সপ্তাহে নিহতের লাশ
দেশে আসলে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মোঃ আহসান হাবীব মিনহাজ ,
রাউজান (চট্টগ্রাম)