মরক্কো থেকে আট বছরের এক শিশুকে স্যুটকেসে স্পেনে পাচার চেষ্টার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় এক নারীকে আটক করেছে।
বৃহস্পতিবার আবু নামের আইভরি কোস্টের ওই শিশুকে মরক্কোর পাশেই স্পেনের ছিটমহল কিউটায় পাচারের চেষ্টা করছিলেন ১৯ বছরের এক তরুণী।
স্প্যানিশ পত্রিকা এল পাইস জানিয়েছে, ওই তরুণী শিশু আবুর কোন আত্মীয় নন। কিউটায় শিশুটিকে পৌছে দেয়ার জন্য সেখানে অবস্থানরত তারা বাবা ওই তরুণীকে অর্থ দিয়েছিলেন। বৃহস্পতিবার মরক্কো সীমান্ত পার হওয়ার সময় ইমিগ্রেশন কর্মকর্তারা যখন স্যুটকেসটি স্ক্যানার মেশিনে প্রবেশ করান তখন তার এর ভেতরে নড়াচড়া দেখতে পান। পরে স্যুটকেস খুলে তাদের চোখ রীতিমতো ছানাবড়া। শিশু আবুর অবস্থা তখন মুমূর্ষু প্রায়। পরে তাকে চিকিৎসা দেওয়ার কিউটার কর্মকর্তাদের হাতে ন্যাস্ত করা হয়েছে। কয়েক ঘন্টা পর শিশুটির বাবাকে সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, উন্নত জীবন যাপনের জন্য প্রতিবছর কয়েক হাজার অভিবাসী অবৈধভাবে মরক্কো সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশি স্পেনের ছিটমহল কিউটা ও মেল্লিতে প্রবেশের চেষ্টা চালায়।