আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারেও যাননি। গত ৩ জানুয়ারি থেকে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। প্রথমে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক অবরুদ্ধ ও পরে সেখানে স্বেচ্ছায় অবস্থান করছেন তিনি। দলের নেতাদের আশঙ্কা খালেদা জিয়া শ্রদ্ধা জানানোর জন্য কার্যালয় থেকে বের হলেই তাকে আর সেখানে প্রবেশ করতে দেয়া হবে না। রবিবার বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দলের কর্মসূচিতে বলা হয়েছে, ওইদিন সকাল ৮ টায় স্মৃতিসৌধে দলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করবেন এবং ১০টায় বিএনপির জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো হবে।
এছাড়াও দিবসটি উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে ২৪ মার্চ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা হবে। এতে রণাঙ্গণের মুক্তিযোদ্ধা ও বরেণ্য বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন।