স্মার্টফোনের ভিডিও দেখার জন্য 4k ডিসপ্লেতে অনেকেই সন্তুষ্ট। কিন্তু 4k তে সন্তুষ্ট নয় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। তারা স্মার্টফোনে ভিডিও দেখার জন্য 11K ডিসপ্লে তৈরির পরিকল্পনা নিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে ২০১৮ সাল নাগাদ বাজারে পাওয়া যাবে এটি।

কোরিয়া ইলেকট্রোনিক্স টাইমস জানিয়েছে, স্যামসাংয়ের 11K ডিসপ্লেতে প্রতি ইঞ্চিতে ২২৫০ পিক্সেল থাকবে। এটিতে স্যামসাংয়ের কোয়াড এইচডি ডিসপ্লের চেয়ে চারগুণ পিক্সেল থাকবে।

স্যামসাংয়ের জন্য 11K ডিসপ্লে তৈরি জন্য ১৩ টি কোম্পানি জোট বেধেছে। এই প্রকল্পের নাম ‘ইনডিকে’। এই প্রকল্পে দক্ষিণ কোরিয়ার সরকার আগামী পাঁচ বছরে ২৬.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

স্যামসাং জানিয়েছে 11K ডিসপ্লে থ্রিডি লাইক ইফেক্ট পাওয়া যাবে। ফলে থ্রিডি গ্লাস ছাড়াই এটিতে ভিডিও দেখা যাবে।

স্যামসাংয়ের ট্যাব, স্মার্টফোন এবং টিভিতে এই ডিসপ্লে ব্যবহার করা হবে।