Home Hot News Today স্মার্টফোনের আসক্তি দূর করতে আসছে ‘লাইট ফোন’

স্মার্টফোনের আসক্তি দূর করতে আসছে ‘লাইট ফোন’

0
কাজের সুবিধা করে দিয়েছে স্মার্টফোন, কিন্তু কেড়ে নিয়েছে শান্তি। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় নেই, পরিবারের সঙ্গে গল্প করার ফুরসত নেই; কেবল আছে স্মার্টফোন, আর আছে এ নিয়ে মত্ত হয়ে থাকা।
স্মার্টফোনের এই আসক্তি থেকে বাঁচতে চাইছেন অনেকেই। কিন্তু বিকল্প জানা না থাকায় রক্ষা পাচ্ছেন না। তাদের জন্য আসছে ‘অ্যান্টি-স্মার্টফোন’, নাম ‘লাইট ফোন’।
নির্মাতাদের দাবি, এটা ঠিক স্মার্টফোন নয়, এটা মূলত স্মার্টফোনের প্রতি ‘নেশা’ কাটানোর ওষুধ। আর এই ওষুধ চলতি মাসেই বাজারে আসছে। এর জন্য খরচ পড়বে ১০০ মার্কিন ডলার।
কয়েক বছর গবেষণা করে লাইট ফোন আনছে একই নামের চীনা এক প্রতিষ্ঠান। ৩০ নভেম্বর হ্যান্ডসেটটি বাজারে আসবে। তবে আপাতত একটি ‘বেটা ভার্সন’ বাজারে আসছে, শিগগিরই আরও উন্নত মডেলটি উন্মোচন করবে নির্মাতারা।
কী সুবিধা থাকছে এই ফোনে? এই প্রশ্নের উত্তর দেয়ার আগে বলে রাখা ভালো, এটি অনেকটা ল্যান্ডলাইন টেলিফোনের মতো, যা শুধু ফোন করা ও রিসিভ করা ছাড়া কোনো কাজে আসবে না। অর্থাৎ আগাগোড়া সাদা রঙের এই ফোনের গুরুত্বপূর্ণ ফিচার হলো এতে আধুনিক স্মার্টফোনের কোনো সুযোগ-সুবিধা না থাকা!