Home Hot News Today Huawei এর নতুন স্মারটফোন Nova উন্মচিত হল চীনে

Huawei এর নতুন স্মারটফোন Nova উন্মচিত হল চীনে

0

গত ১৪ই অক্টোবর Huawei এর নতুন স্মারটফোন Nova উন্মচিত হল চীনে ।

স্যামসাং যেখানে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে , তারসাথে তাল মিলিয়ে China Smartphone কোম্পানি Huawei হয়ে উঠছে ধীরে ধীরে শক্তিশালী। কোম্পানিটির জন্যে সব চেয়ে খুশির সংবাদ হচ্ছে চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত ১০০ মিলিয়ন ফোন তারা সারাবিশ্বে সরবরাহ করেছে যা  গত ২০১৫ সারা বছরের ফোন সরবরাহের পরিমান ছিল ।

২০১৫ সালের Huawei এর ফ্লেগশিপ ফোন P9 সরবরাহের পরিমান ছিল ৬ মিলিয়ন আর Honor ফোন এর সরবরাহের পরিমান ছিল ১.৫ মিলিয়ন । কোম্পানিটি আসছে ৩রা নভেম্বর উন্মচিত করবে নতুন হাইয়েন্ড স্মারটফোন Mate 9 ।