ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। এতে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন। সুজিত সরকারে ‘পিকু’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। সেরা অভিনেত্রীর খেতাব পেয়েছেন কঙ্গনা রানউত। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

এছাড়া সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে বিগ বাজেটের ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। অমিতাভ বচ্চন এনিয়ে চারবার সেরা অভিনেতার পুরস্কার পেলেন। আর কঙ্গনা রানাউত টানা দ্বিতীয়বার এ পুরস্কার লাভ করলেন। গতবার ‘কুইন’ ছবিতে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পেয়েছিলন।   এদিকে সেরা সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকারের পুরস্কার যৌথভাপে লাভ করেছেন জুহি চতুর্বেদি (পিকু) এবং হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)। এবছর সেরা পরিচালকের পুরস্কার লাভ করেছেন সঞ্জয়লীলা বানসালি। ‘বাজিরাও মাস্তানি’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার লাভ করেছেন।

এবছর সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে ভারত-বাংলা যৌথ প্রযোজনার ছবি‘শঙ্খচিল’।  ওপার বাংলার জনপ্রিয় পরিচালক গৌতম ঘোষ সিনেমাটি পারিচালনা করেন। যৌথ প্রযোজনার এই ছবিটি আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ ও ভারতের কলকাতায় মুক্তি পাবে।   সেরা হিন্দি ছবি হয়েছে ‘দম লাগা কে হেইশা’। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন মোনালি ঠাকুর। সেরা বিনোদনমূলক ছবি হয়েছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’।

এক নজরে ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেতা : অমিতাভ বচ্চন (পিকু) অভিনেত্রী : কঙ্গনা রনৌত (তনু ওয়েডস মনু রিটার্নস) পরিচালক : সঞ্জয়লীলা বানসালি (বাজিরাও মাস্তানি) চলচ্চিত্র : বাহুবলী: দ্য বিগিনিং জনপ্রিয় বিনোদনমূলক ছবি : বজরঙ্গি ভাইজান বাংলা ছবি : শঙ্খচিল হিন্দি ছবি : দম লাগা কে হেইশা গায়িকা : মোনালি ঠাকুর (গান: মোহ মোহ কে ধাগে, ছবি: দম লাগা কে হেইশা) সংগীত পরিচালক : এম জয়াচন্দ্রন (কাথিরুন্নু কাথিরুন্নু, ছবি: ইনু নিন্তে মইদিন) সংলাপ রচয়িতা : জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস) চিত্রনাট্যকার : জুহি চতুর্বেদি (পিকু) ও হিমাংশু শর্মা (তনু ওয়েডস মনু রিটার্নস)