সরকারবিরোধী আন্দোলন শিথিল করে সিটি নির্বাচনে আসার পর এখন নেতুন কর্মসূচি দেওয়ার আগে সারা দেশে কমিটিগুলো পুনর্গঠন করবে বিএনপি।
দলের নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় একথা জানান।
হান্নান শাহ বলেন, “দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ঢাকাসহ সারা দেশে কমিটি পুনর্গঠন করা হবে। স্বল্পতম সময়ের মধ্যে কমিটি পুনর্গঠন করে দলকে আন্দোলনের জন্য প্রস্তত করা হবে।”
পুনর্গঠিত কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের ইঙ্গিত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ইতোমধ্যে দিয়েছেন।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে তিন মাস ধরে অবরোধ-হরতাল চালিয়েও তাতে ক্ষমতাসীনদের নত করতে না পারার মধ্যে সিটি নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি।
ওই নির্বাচনে ভোটগ্রহণের মাঝ পর্যায়ে কারচুপির অভিযোগ তুলে বর্জনের ঘোষণা দিলেও এর প্রতিবাদে ধারাবাহিক কোনো কর্মসূচি দেওয়া হয়নি।
“নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টুকে রাজশাহী কারাগারে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তুলে নিয়ে গুম করেছে। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। এই গরমের মধ্যে কারাগারের কী অবস্থা, তা যারা কারাগারে গেছেন, তারা অনুধাবণ করতে পারেন।”
সিটি নিবার্চনের দিকে ইঙ্গিত করে হান্নান শাহ বলেন, “সরকার যেভাবে ভোট করেছে, এটা আজ প্রমাণিত সত্য তাদের অধীনে আর কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না।
“সরকারকে বলব, এখনও সময় আছে, সংলাপে বসুন। দেশে শান্তি ফিরিয়ে আনুন। আমাদের ভারপ্রাপ্ত মহাসচিবসহ সব নেতাদের মুক্তি দিন।”