সাঁওতালদের ‘বাঙালি দুষ্কৃতকারী’ হিসেবে উল্লেখ করায় গাইবান্ধার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মদ আবদুস সামাদকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১২ ডিসেম্বর তাকে সশরীরে আদালতে হাজির হয়ে এই শব্দ চয়নের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।