সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বলিউডের তারকা অভিনেতা শাহরুখ খান।
সোমবার ভারতের হায়দরাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক ছাত্রদের মতোই কালো জোব্বা ও কালো টুপি পরে ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন ৫১ বছর বয়সী শাহরুখ। অবশ্য এ সময় তার চোখে কালো চশমাও দেখা গেছে।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ‘চেন্নাই এক্সপ্রেস’ তারকা বলেন, ‘আমার মা এটা দেখলে খুবই খুশি হতেন। কেননা আমি হায়দরাবাদ থেকে এই সম্মাননা পাচ্ছি, যা তার জন্মস্থান।’
সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। অনুষ্ঠানে প্রায় ৪৮ হাজার শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।