সন্ধ্যায় শপথ নেবেন সৈয়দ মাহমুদ হোসেন

0
315

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বাংলাদেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন আজ। শনিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহম্মদ আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শুক্রবার দুপুরে নিয়োগসংক্রান্ত পত্রে স্বাক্ষর করেন তিনি। পরে তা গেজেট আকারে প্রকাশ করে আইন মন্ত্রণালয়।

বিচারক হিসেবে সৈয়দ মাহমুদ হোসেনের চাকরি আছে আরও তিন বছর। আপিল বিভাগের পাঁচ বিচারপতির মধ্যে আবদুল ওয়াহ্হাব মিঞা জ্যেষ্ঠতম, তারপরেই আছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

১৯৮১ সালে জেলা জজ আদালতে ও ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত হন সৈয়দ মাহমুদ হোসেন। বিচারক হিসেবে কাজ শুরুর আগে ১৯৯৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন তিনি।

বিএনপি সরকারের আমলে ২০০৩ সালে হাইকোর্টের স্থায়ী বিচারক হন। ২০১১ সালে উন্নীত হন আপিল বিভাগের বিচারক পদে।

প্রসঙ্হত, গত ১০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা পদত্যাগ করেন। প্রধান বিচারপতির পদ শূন্য থাকায় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গতকাল তিনি পদত্যাগ করেন।