তিনি বলিউডের অবিসংবাদিত বাদশা। কিং খান। শাহরুখ খান। নব্বইয়ের দশক থেকে যার যাত্রা শুরু। যার সাথে কাজ করতে মুখিয়ে থাকে বলিউডের সব নায়িকা। কারণ তার সাথে কাজ করলে ‘কুচ কুচ হোতা হ্যায়’। ১৯৯৬ সালে পুজা ভাটের সাথে ‘চাহাত’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। ১৯ বছর পর আবারো তার বিপরীতে ভাট কন্যা। এবার কনিষ্ঠ ভাট। আর নবীন এই ভাট আবার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। অভিষেকেই বলিউডকে কাঁপিয়ে দিয়েছেন সৌন্দর্য্য এবং অভিনয় দক্ষতায়। তার বাবা মহেশ ভাট আর বোন পুজা ভাট। ‘হাইওয়ে’ এর এই নায়িকার নাম যে আলিয়া ভাট। বড় বোন পূজা ভাটের যে স্নিগ্ধতায় মোহিত ছিলো বলিউড তার দ্বিগুন পসরা নিয়ে এসেছেন যেন মহেশ ভাট তনয়া। এই দুজনের মধ্যে একটা জায়গায় মিল আছে। দুজনের সাথে করণ জোহর যোগ। করণের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক আলিয়ার। আর করণের বেশীর ভাগ সুপারহিট ছবির নায়ক শাহরুখ খান। রোমান্সের রাজার সাথে নতুন প্রজন্মের আলিয়ার জুটি হলে ভালোই হতো এমন ভাবনা যাদের ছিলো তাদের প্রত্যঅশা পূরণ করেছে ‘কাভি আল বিদা না ক্যাহনা’ খ্যাত পরিচালক করণ জোহর। নিজের টুইটার অ্যাকাইন্টে টুইট করে করণ জোহর জানিয়েছেন বলিউডে নতুন জুটি হচ্ছে শাহরুখ খান এবং আলিয়া ভাট। আর তাতেই চমকে গেছে পুরো বলিউড। টুইটে করণ জানান, আমরা ঘোষণা করে গর্বিত যে রেড চিলিস এন্টারটেইনমেন্ট, হোপ প্রোডাকশন এবং আমাদের ধারমা প্রোডাকশন একত্রে একটি ছবি নির্মাণ করবে। যার পরিচালনায় আছেন গৌরি সিন্ধে। আর এতে জুটি বাঁধছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। নতুন এই জুটিকে পরিচালনা করবেন ‘ইংলিশ ভিংলিশ’ খ্যাত পরিচালক গৌরি সিন্ধে। তিনি তার টুইট অ্যাকাউন্টে বলেছেন। ছবির স্ক্রিপ্ট চূড়ান্ত। নাম ঠিক হয়নি। আশা করি জমাট এক যাত্রা হবে এটি।