শচিনের আরো একটি রেকর্ড ভাঙার হাতছানি বিরাট কোহলির সামনে

0
542
শচিনের আরো একটি রেকর্ড ভাঙার হাতছানি বিরাট কোহলির সামনে

শচিন টেন্ডুলকারের আরো একটি রেকর্ড ভাঙার হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে। বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে শতরান করলেই শচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট। আর দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করলেই মাস্টার ব্লাস্টারকে টপকে যাবেন ভারত অধিনায়ক।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০টি টেস্টে শচিনের সংগ্রহ ১৮০৯ রান। করেছেন ছয়টি সেঞ্চুরি, ব্যাটিং গড় ৫৩.২১।

অন্যদিকে অস্ট্রেলিয়ায় আটটি টেস্ট খেলে পাঁচটি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট কোহলি।

অস্ট্রেলিয়ায় পাঁচটি টেস্ট সেঞ্চুরি রয়েছে সুনীল গাভাস্কারেরও। চারটি টেস্ট সেঞ্চুরি করেছেন ভিভিএস লক্ষণ।

অ্যাডিলেডে প্রথম টেস্টে সেঞ্চুরি করতে পারলেই শচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট। আর মাস্টার ব্লাস্টারের রেকর্ড ভাঙতে বিরাটের দরকার দুটি সেঞ্চুরি। অর্থাৎ আর দুটি টেস্টে শতক করতে পারলেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক হযে যাবেন কোহলি।

২০১১-১২ সালের সফরে একটি টেস্ট সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ২০১৪-১৫ সালে অস্ট্রেলিয়া সফরে চার টেস্টে চারটি সেঞ্চুরি করেন। তার মধ্যে অ্যাডিলেড টেস্টের দুই ইনিংসে দুটি সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে। সেই অ্যাডিলেডেই আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য মাঠে নামছে ভারত।