Home Hot News Today রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার ত্রাণ কক্সবাজারে পৌঁছেছে

রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার ত্রাণ কক্সবাজারে পৌঁছেছে

0

কক্সবাজারের বসবাসকারী রোহিঙ্গা মুসলিমদের জন্য মালয়েশিয়ার সরকার বেশ কিছু ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

সোমবার দুপুরে মালয়েশিয়ার ত্রাণ বহনকারী জাহাজটি কক্সবাজারের ননিয়ারছড়া বিএমডব্লিউ ঘাট পয়েন্টে ভিড়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আলী হোসেন।

তিনি যুগান্তরকে বলেন, মালয়েশিয়ার ত্রাণ বহনকারী একটি জাহাজ কুতুবদিয়া পয়েন্টে  ভেড়ার কথা ছিল। কিন্তু সেটা সোমবার দুপুরে স্থান পরিবর্তন করে কক্সবাজারের ননিয়ারছড়া বিএমডব্লিউ ঘাট পয়েন্টে নোঙর করেছে।

এই ত্রাণসামগ্রী আগামীকাল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়া সরকারের প্রতিনিধিদের হাত থেকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।

এখন এই ত্রাণ সামগ্রী কিভাবে নামানো হবে এবং বিলি বণ্টন করা হবে তার প্রস্তুতি  চলছে বলে জানান তিনি।