উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সব ধরনের উদ্বেগ পাশ কাটিয়ে রাশিয়া থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কিনতে যাচ্ছে তুরস্ক।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইতিমধ্যে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়ে গেছে।
১৮ মার্চ পুনর্নির্বাচিত হয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম বিদেশ সফরে তুরস্কে যান। সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার এরদোগান এ তথ্য জানিয়েছেন।-খবর ডিফেন্স নিউজের।
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি ও পুতিনের সফর দুই দেশের মধ্যে সম্পর্কের গভীরতাই প্রকাশ পেয়েছে। গত ডিসেম্বরে দেশটি দুটি এস-৪০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা চুক্তি সম্পন্ন করেছে। এতে ন্যাটো সদস্যভুক্ত বেশ কয়েকটি দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
এরদোগান বলেন, এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা কিনতে আমরা চুক্তিতে পৌঁছেছি। বিষয়টি এখন চূড়ান্ত। চুক্তি হয়ে গেছে।
ব্রিটেনে সাবেক দ্বৈত গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়া হত্যাচেষ্টার জেরে যখন রাশিয়ার সঙ্গে পাশ্চাত্যের মধ্যে তিক্ততা চলছে, তখনই রুশ-তুর্কি সম্পর্কের উষ্ণতা দেখা গেছে।
রুশ-তুর্কি সম্পর্ক বিষাক্ত করে তোলার চেষ্টার কথা উল্লেখ করে এরদোগান বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা তিক্ত পরীক্ষা উতরে গেছি। প্রতিটি উসকানি ব্যর্থ হয়েছে। আমাদের সম্পর্ক জোরদার হয়েছে।
পুতিন বলেন, এস-৪০০ প্রতিরক্ষাব্যবস্থা নির্মাণ করতে যে সময় লাগার কথা ছিল, আমরা তার চেয়েও দ্রুততর সময়ে এটি তৈরি করেছি। আঙ্কারার কাছে এটি খুবই অল্প সময়ে হস্তান্তর করতে চেয়েছি।