ব্রিটিশ রাজদম্পতি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটরের ঘরে নতুন অতিথির আগমন ঘটেছে। রাজবধূ কেট মিডলটন এবার একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন। আজ শনিবার দেশটির স্থানীয় সময় ৮টা ৩৪ মিনিটে কন্যা সন্তানের জন্ম দেন মিডলটন। সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী এ শিশুটির ওজন ৩.৭ কেজি বলে জানানো হয়েছে। সদ্যজাত শিশূটি ও উনার মা সুস্থ আছে বলে কেনসিংটন প্যালাসের এক বিবৃতিতে জানানো হয়েছে। ফলে এ দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ সঙ্গী হিসেবে একটি বোন পেলেন। লন্ডনের সেন্ট মেরি’স হাসপাতালের প্রাইভেট স্যুট লিনডো উইংয়ে আজ দ্বিতীয় সন্তানের জন্ম দেন কেট।
এদিকে জন্মের সঙ্গে সঙ্গেই রাজপরিবারের নতুন এ অতিথি সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারীতে পরিণত হয়েছেন। ব্রিটিশ সিংহাসনের বর্তমান উত্তরাধীকারীরা হচ্ছেন পর্যায়ক্রমে প্রিন্স জর্জের দাদা প্রিন্স চার্লস, তার বাবা প্রিন্স উইলিয়াম ও প্রিন্স জর্জ নিজে। উইলিয়াম ও মিডলটনের দ্বিতীয় সন্তান জন্মদানকে ঘিরে ওয়েস্ট লন্ডনের সেন্ট মেরি’স হাসপাতালটি ঘিরে গত কয়েকদিন ধরেই রাজপরিবারের ভক্তদের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। রাজপরিবারের নতুন অতিথিকে একনজর দেখার জন্য তারা পতাকা ও ব্যানার হাতে সেখানে হাজির হয়েছেন।
এর আগে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য আজ স্থানীয় সময় সকাল ৬টার দিকে হাসপাতালটিতে ভর্তি হন ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। কেনসিংটন প্যালাস থেকে ইমেইলের মাধ্যমে পাঠানো এক ঘোষণায় একথা জানানো হয়েছিল।উইলিয়াম ও কেট একটি গাড়িতে করে হাসপাতালটির লিনডো উইংয়ে পৌঁছেন। হাসপাতালটির একটি প্রাইভেট স্যুটে মিডলটনকে ভর্তি করানো হয়েছে। গাই থর্প বিস্টনের নেতৃত্বে একটি চিকিৎসক দল ব্রিটিশ এই দম্পতির দ্বিতীয় সন্তান জন্মদানের প্রক্রিয়া সারেন। ডাক্তার থর্পের হাতেই ২০১৩ সালে তাদের প্রথম সন্তান প্রিন্স জর্জের জন্ম হয়েছিল। প্রিন্স জর্জ, তার বাবা প্রিন্স উইলিয়াম এবং তার চাচা প্রিন্স হ্যারিরও লন্ডনের সেন্ট মেরিৎস হাসপাতালেই জন্ম হয়েছিল।
অপরদিকে কেনসিংটন প্যালাসের পক্ষ থেকে একটি ইমেইলের মাধ্যমে গণমাধ্যমকে নতুন অতিথির আগমনের খবর জানানো হয়। এর মিনিট দুয়েক পর কেনসিংটন প্যালাসের টুইটার ফিডের মাধ্যমে এ খবর জানানো হয়। এছাড়া ঐতিহ্য মেনে বাকিংহাম প্যালাসের বাইরেও নতুন অতিথির আগমনের খবর আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয় । উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের ২৩ তারিখে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের প্রথম সন্তান প্রিন্স জর্জের দুই বছর পূর্ণ হচ্ছে। ২০১৩ সালের ২৩ জুলাই জন্মগ্রহণ করেছিল জর্জ।