রমজানে বাজার স্থিতিশীল রাখা নিয়ে সরকারের আশ্বাসের পরও রাজধানীর কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে গেছে। শান্তিনগর, মালিবাগ, হাতিরপুল ও মোহাম্মদপুর কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে ডাল, ছোলা, মাংস, মাছ, মুরগি ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য গত কয়েক সপ্তাহের তুলনায় চড়া দামে বিক্রি হচ্ছে।

মালিবাগ কাঁচাবাজারে আসা মো. কামাল বলেন, ‘শসা কিনেছি ৭০ টাকা কেজি। আর টমেটো নিয়েছে ৮০ টাকা কেজি।’ কামাল জানান, অনেক নিত্যপ্রয়োজনীয় পণ্য গত কয়েক দিনের তুলনায় এখন দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রমজানের জন্য গরুর গোশতের দাম নির্ধারণ করে দিয়েছিল ৪৫০ টাকা কেজি, গত বছরের তুলনায় তা ২৫ টাকা কম।

এই প্রসঙ্গে রহমান আলী নামে এক ক্রেতা বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশ তো মানা হচ্ছে না। মাংস বিক্রি হচ্ছে ৪৮০-৫০০ টাকা কেজি।’

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ ৪০-৬০, বেগুন ৬০-৭০, আলু ২৫, টমেটো ৮০, পেঁয়াজ ৪০, শসা ৭০-৮০ এবং ছোলা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজিতে।

মশিউর রহমান নামে এক ক্রেতা অভিযোগ করে বলেন, ‘সবজির দামও বেড়েছে। আমরা যারা মধ্যবিত্ত তাদের প্রতিবছর রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের কারণে ভুগতে হয়। এ নিয়ে প্রতিবছর সংবাদ হয় কিন্তু কোনো সমাধান হয় না। দাম স্থিতিশীল রাখা নিয়ে কোনো আন্তরিক চেষ্টা নেই।’

ব্যবসায়ী সম্প্রদায়কে সারা বছর, বিশেষ করে রমজানে নৈতিকভাবে ব্যবসা করার আহ্বান জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সেই সাথে বিবেকহীন ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা বাহিনী ছাড় দেবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন তিনি।