হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসা যুক্তরাজ্যের ৫৬তম নির্বাচনে এগিয়ে রয়েছে এড মিলিব্যান্ডের লেবার পার্টি।

বৃহস্পতিবার (০৭ মে) স্থানীয় সময় সকাল ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়ালস ও নর্থ আয়ারল্যান্ডের ৫০ হাজার ভোটকেন্দ্রে একযোগে শুরু হয়ে স্থানীয় সময় রাত ১০টা (বাংলাদেশ সময় রাত ৩টা) পর্যন্ত চলে এ ভোটগ্রহণ। গ্রেট ব্রিটেনের পাঁচ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ৭৫ শতাংশ এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বশেষ খবর অনুযায়ী, হাউজ অব কমন্সের ৬শ’ ৫০টির মধ্যে ১শ’ ৯১টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এতে ৮৪টি আসনে জয় পেয়ে এগিয়ে রয়েছে এড মিলিব্যান্ডের লেবার পার্টি। অন্যদিকে, ৫১ আসনে জয় নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেভিড ক্যামরনের কনজারভেটিভ পার্টি। এছাড়া, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৪০ আসনে জয় নিয়ে নিঃশ্বাস ফেলছে কনজারভেটিভদের ঘাড়ে।

এদিকে, উত্তর আয়ারল্যান্ডের ডেমোক্রেটিক ইউনিওনিস্ট পার্টি ৭ আসনে জয় পেয়েছে। সেই সঙ্গে অন্যান্য দলগুলো পেয়েছে ১২ আসনে জয়।

এদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে লেবার পার্টির রুপা হক এরই মধ্যে লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন থেকে বিজয়ী ঘোষিত হয়েছেন। তিনি পেয়েছেন ২২ হাজার ২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির প্রার্থী অ্যাঙ্গি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭শ’ ২৮ ভোট।