Mannaঅবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে প্রয়াত নায়ক মান্না অভিনীত শেষ ছবি `লীলা মন্থন`। জাহিদ হোসেন ও খোরশেদ আলম খসরু পরিচালিত ছবিটির শুটিং শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে।
মান্না জীবিত থাকতেই তাঁর অংশের কাজ শেষ হয়েছিল। কিন্তু এর পরই হঠাৎ করে ছবিটির শুটিং বন্ধ হয়ে যায়। ২০১৫ সালের ২৬ মার্চকে সামনে রেখে এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান টিওটি ছবি মুক্তির প্রচার-প্রচারণা শুরু করেছে।

ছবিটিতে মান্নার সঙ্গে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি ও শাহনূর, মুক্তি, দিঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ অনেকে।ছবির পরিচালক খোরশেদ আলম খসরু বলেন, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ছবিটি তৈরি করেছি। ছবিতে আমরা চেষ্টা করেছি মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের বাস্তব চিত্র তুলে ধরতে।

সেন্সর বোর্ড থেকে শুরু করে মুক্তিযোদ্ধা ও ছবির কলাকুশলীরা সহযোগিতা করেছেন বলে জানান তিনি। ছবিটির সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।