মহাত্মা গান্ধীর শোক বইয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী

0
509
ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রপতি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী। মহাত্মার সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন এবং কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
পরে শোক বইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন, মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত। মহাত্মা গান্ধী দক্ষিণ এশিয়াসহ সারাবিশ্বের মুক্তিকামী জনগণের অনুপ্রেরণার প্রতীক। তার অহিংস ও অসহযোগ আন্দোলন আমাদের মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও অনুপ্রাণিত করেছে। মহাত্মার আদর্শ অনাগত ভবিষতের সকালের জন্য অনুকরণীয় হতে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, সচিবগণ ও দেশের বিশিষ্ট গণমাধ্যমকর্মীরা।
এর আগে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা গ্রহণের মাধ্যমে চারদিনের ভারত সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন শেখ হাসিনা। শনিবার সকালে আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার দেয়।