মন কেড়ে নেওয়ার মত একটি মসজিদ ' বায়তুল আমান জমে মসজিদ '

0
675

আমাদের দেশে প্রায় অনেক সুন্দর মসজিদ আছে যেমন – বায়তুল মোকাররম মসজিদ, তারা মসজিদ ইত্যাদি। আবার এইদেশে আছে ষাটগম্বুজ মসজিদ, ছোট সোনা মসজিদ, শাহী মসজিদ, সাত গম্বুজ মসজিদ এর মত কিছু প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদও রয়েছে।

তেমনই একটি মসজিদ হচ্ছে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ। এই মসজিদটি গুঠিয়া মসজিদ নামেও পরিচিত। মসজিদটি বরিশালেgutia masjid, barisal_329_4418র,  উজিরপুর গুঠিয়ার, চাঙ্গুরিয়া নামক এলাকায় অবস্থিত ।  মসজিদটি কোন ঐতিহাসিক মসজিদ নয়। তবে, বাংলাদেশের সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে এটি একটি। মসজিদটি তৈরি করেছেন ঐ এলাকার সরফুদ্দিন আহমেদ সান্টু নামের জনৈক ব্যাক্তি।