বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, ভারত থেকে আরও ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে এ প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে যে দামে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আসছে, আশা করছি তার চেয়ে কম দামে এই বিদ্যুৎ পাওয়া যাবে।
রোববার সিলেটের একটি হোটেলে ‘টেকসই জ্বালানি প্রসারে গ্রিন ব্যাংকিংয়ের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ২০১৮ সালের মধ্যে সরকার দেশে শতভাগ বিদ্যুতায়ন করার চেষ্টা করছে।
এ সময় নসরুল হামিদ জানান, প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ সম্প্রসারণে সরকারি তৎপরতার ফলে ঘরে ঘরে সৌর বিদ্যুতের যে প্রকল্প সরকার হাতে নিয়েছিল, তা অনেকটা অকার্যকর হবে।
তবে যেখানে গ্রিডের মাধ্যমে বিদুৎ সরবরাহ করা সম্ভব হবে না, সেখানে সৌর বিদ্যুৎসহ অন্যান্য উপায়ে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।