বর্তমান সময়ে আলােচিত একটি বিষয় হলো হোয়াটসঅ্যাপ। তার জ্বরে ভূগছেন নায়ক-নায়ীকা থেকে শুরুকরে সাধারণ মানুষ সকলেই। এবার বড়সড় বিপাকে পড়ল জনপ্রিয় স্যোশাল মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’। ব্রিটেনে বন্ধ করে দেওয়া হতে পারে এই মেসেজিং সার্ভিস সরকারি সূত্রে এমনটাই জানা গিয়েছে। মেল অনলাইন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সরকারি আধিকারিকদের হোয়াটসঅ্যাপ, আইমেসেজ ও স্ন্যাপচ্যাটের মতো অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলেছেন।

সরকারি সূত্রে খবর, এই অ্যাপ্লিকেশন গুলিতে কোনও স্বচ্ছ্বতা নেই। এর আগেই এগুলি ব্যান করতে চেয়ে উদ্যোগী হয়েছে সরকার। কারণ এই অ্যাপ্লিকেশন গুলির ‘এনক্রিপ্টেড ডেটা’ উদ্ধার করা সম্ভব হয় না। একই সমস্যায় এর আগে পড়েছিল ব্ল্যাকবেরির মেসেজিং সার্ভিসও।

সরকারি সূত্রে খবর, এই অ্যাপ্লিকেশনগুলিকে চলতে দেওয়া মানে সন্ত্রাসবাদীদের হাতে অস্ত্র তুলে দেওয়া। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনগুলি বন্ধ করে দেওয়া হতে পারে।