বৃষ্টি উপেক্ষা করে রাজধানীসহ সারাদেশে ঈদের জামাতে অংশ নিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়লেও আনন্দের কমতি ছিল না কারও।
দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমান প্রথম জামাতে অংশ নিতে ভোর সাড়ে ৬টার আগেই রাজধানীর বায়তুল মোকাররমে চলে আসেন। মঙ্গলবার সকাল ৭টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
প্রথম জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মাওলানা মুহিব্বুল্লাহিল বাকী নদভী। বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। অনেকেই বৃষ্টিতে ভিজে জামাতে অংশ নেন।
এদিকে ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে বায়তুল মোকাররম ও তার আশাপাশ এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। মুসল্লিদের তল্লাশি করে বায়তুল মোকাররমে প্রবেশ করতে দেয়া হয়।