বিদ্যুৎ কিনছে পাকিস্তান

0
587

download (2)

ইরানের কাছ থেকে বিদ্যুৎ কিনছে পাকিস্তান। এ বিষয়ে ইতোমধ্যে অনুমতি দিয়েছে দেশটির জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এনইপিআরএ।বর্তমানে বেলুচিস্তানের অনেক এলাকার জন্য ৭৪ মেগাওয়াট বিদ্যুৎ ইরান থেকে কিনছে পাকিস্তান। এর ফলে ইরান থেকে আগামী ৩০ বছর এক হাজার মেগাওয়াট করে বিদ্যুৎ আমদানি করবে পাকিস্তান। প্রতি ইউনিট বিদ্যুতের জন্য পাকিস্তানকে শূণ্য দশমিক ১ ডলার করে দিতে হবে।

ইরান থেকে বিদ্যুৎ আমদানি করতে বেলুচিস্তানে বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন বসাতে যে খরচ হবে তা ৭০ শতাংশ যোগানোর জন্য তেহরান প্রস্তুত রয়েছে । পাক-ইরান সীমান্ত থেকে বেলুচিস্তানের প্রাদেশিক সীমান্ত পর্যন্ত বিদ্যুৎ পরিবহন লাইন বসাতে ৫৮ কোটি ডলার খরচ হবে।

পাকিস্তানে বিদ্যুৎ রফতানি করার লক্ষ্য নিয়ে ইরানের বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ কোম্পানি তাভানির ইরানের জাদেহান শহরে একটি ১৩০০ মেগাওয়াট উৎপাদনের ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ শহরটি পাক-আফগান সীমান্তে অবস্থিত।ইরান থেকে আমদানি করা বিদ্যুৎ পাকিস্তানের জাতীয় গ্রিডে যোগ হবে।