বিডি টাইগার্স ক্রিকেট ক্লাব, মানহাইম জার্মানির পক্ষ থেকে গত ৩১শে জুলাই রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ক্রিকেট টুর্নামেন্ট – ২০১৬। স্থান মাইনহাইম শহরের লুইজেন পার্কের ( আউটডোর স্টেডিয়াম ) দিনভর বিডি টাইগার্স এর ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিবারের মত এবারেও এই উদ্যোগের মূল স্পন্সর ছিল CLS Germany. প্রথম বারের মত এই প্রবাসী তরুন প্রজন্মকে আরো সাম্নের দিকে এগিয়ে নিয়ে যেতে মিডিয়া পার্টনার হিসেবে ছিলো জার্মান বাংলা ।

টুর্নামেন্ট সারসংক্ষেপ :

চার চারটি ম্যাচে জয়ের মুকুট মাথায় নিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় মানহাইমার নাইট রাইডার্স

প্রথম রানার আপ- মানহাইম থান্ডার
২য় রানার আপ- দেশি কমান্ডোস
প্রথম ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ- মিশেল হক
দ্বিতীয় ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ- মিশেল হক
তৃতীয় ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ- মনিরুজ্জামান মনির
চতুর্থ ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ- ওয়াক্কাস ইকবাল
ম্যান ম্যাচের ম্যান অব দ্যা টুর্নামেন্ট – মিশেল হক

সন্ধা ৭ ঘটিকায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বিশিষ্ট ব্যবসায়ী, CLS Germany এর কর্ণধার সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব দেওয়ান শফিকুল ইসলাম।বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব ফারুক আহমেদ। তাছাড়াও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন  আব্দুর রাহমান মুন্না , সাইফুর রাহমান রাজীব , জহিরুল ইসলাম ভুঁইয়া, বাহার উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশী কমিউনিটির মান্যগণ্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে বাংলাদেশকে প্রবাসে বসেও মণে ধারণ করে রাখার অনুপ্রেরনা দেন এবং ফুটবলের দেশে বসবাস করেও বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটকে উজ্জীবিত করে রাখার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করেন। সামনে আরো বড় বড় টুর্নামেন্টের আয়োজনেও তারা সকলে পাশে থাকবেন বলেন ইচ্ছে প্রকাশ করবেন ।