ভারতের ‘মিসাইল ম্যান’খ্যাত দেশটির সাবেক প্রেসিডেন্ট সদ্যপ্রয়াত এপিজে আবদুল কালামের মরদেহ গোয়াহাটি থেকে দিল্লি নেওয়া হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ এয়ারক্রাফট সি-১৩০জে সুপার হারকিউলিসে করে মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাকে সেখানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রায়ত এই প্রথিতযশা বিজ্ঞানীর মরদেহ গ্রহণ করতে দিল্লি বিমানবন্দরে উপস্থিত থাকবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

IMG_4570.JPG

এদিকে, মঙ্গলবার রাজধানী নয়াদিল্লিতে ইউনিয়ন কেবিনেটের বৈঠক বসছে। এই বৈঠকেই আবদুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের একটি হাসপাতালে ভর্তি হলে সেখানেই স্থানীয় সময় রাত পৌনে ৮টায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। জানা গেছে, শিলংয়ে এক অনুষ্ঠানে ভাষণ দানকালে বুকের বাঁ দিকে ব্যথা অনুভব করেন আবদুল কালাম। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় সেখানকার বেথানি হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসক জন শৈল সাবেক রাষ্ট্রপতির মৃত্যুর খবর নিশ্চিত করেন।