বার্লিনে ট্রাক হামলায় নিহত ৯ আহত প্রায় ৫০

0
485

সারা ইউরুপ এখন বড়দিনের উৎসবে জ্বলজ্বলে আলোকিত | জার্মানির বার্লিনে ও প্রতিবারের মত গড়ে উঠেছে জমজমাট বড়দিনের মেলা | সেই মেলায় আজ এক মালবাহি ট্রাক কুচলে দিল তাজা ৯ টি প্রাণ | লোকাল মিডিয়া থেকে শুরু করে সারা বিশ্বের মিডিয়া প্রচার করছে এই খবর | 

বর্তমান সময় পর্যন্ত বার্লিন পুলিশ এটাকে দুর্ঘটনা হিসেবেই স্বীকৃতি দিচ্ছে | 

তবে অনেকেই এটাকে সন্ত্রাসী হামলা বলে আক্ষায়িত করেছেন |