বার্তা বিনিময়ের অ্যাপ ‘আলো’ থেকেই সরাসরি ভিডিও কলিং অ্যাপ ‘ডুয়ো’তে কল করা যাবে। এ জন্য ‘আলো’ অ্যাপের নতুন সংস্করণও বাজারে এনেছে গুগল।
দুটি অ্যাপই গুগলের তৈরি এবং এগুলো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে ‘আলো’ অ্যাপটির ব্যবহারকারীরা ‘ডুয়ো’র কার্যকারিতা পরখ করে দেখার সুযোগ পাবে। তবে এ জন্য ব্যবহারকারীদের ডিভাইসে অবশ্যই অ্যাপ দুটি ইনস্টল করা থাকতে হবে। বার্তা বিনিময়ের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপের বিরুদ্ধে ‘ডুয়ো’কে এগিয়ে রাখতেই এ উদ্যোগ।
‘ডুয়ো’ অ্যাপটি ব্যবহারের জন্য নিবন্ধন বা অ্যাকাউন্ট খোলারও প্রয়োজন হয় না। মোবাইল ফোনের অ্যাড্রেসবুকে থাকা যেকোনো ব্যক্তির নম্বরে অ্যাপটি দিয়ে ভিডিও কল করা যায়। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড সুবিধা থাকায় বিনিময় করা ভিডিও কেবল প্রেরক ও প্রাপক দেখতে পারে। অল্পগতির ইন্টারনেট কাজে লাগিয়েও ব্যবহার করা যায় অ্যাপটি।