বেসরকারি খাতনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে বর্তমানে বিদেশি বিনিয়োগ ও ব্যবসার অনুকূল পরিবেশ বিরাজ করছে বলে মন্তব্য করেছেন ভারত সফররত শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিষয়ক ‘নবম ইন্ডিয়া ক্যাম-২০১৬’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন।
মুম্বাইয়ের বোম্বে এক্সিবিশন সেন্টারে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল বিভাগ এবং ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে এর আয়োজন করে।
শিল্পমন্ত্রী বলেন, স্বল্প মজুরিতে দক্ষ শ্রমিক, পেশাজীবী ও প্রযুক্তিবিদের সহজ প্রাপ্যতা বাংলাদেশে বিদেশি বিনিয়োগে চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মাঝেও টিকে থাকার সক্ষমতা এবং সংকট মোকাবেলায় পারদর্শিতার ফলে বাংলাদেশের অর্থনীতিতে টেকসই প্রবৃদ্ধির ধারা বজায় রয়েছে।
আমির হোসেন আমু বলেন, গত সাত বছরে নিরাপত্তা, কানেকটিভিটি, জ্বালানি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন সহায়তা এবং জনগণের আন্তঃযোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার দৃশ্যমান অগ্রগতি হয়েছে। তিনি কৃষিখাতের আধুনিকায়ণ ও উৎপাদনশীলতা বাড়াতে পারস্পরিক কৃষি প্রযুক্তির স্থানান্তর ও অভিজ্ঞতার বিনিময়ের ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে দুদেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিল্পমন্ত্রী বাংলাদেশকে ভারতের পঞ্চম কেমিক্যাল ও পেট্রো-কেমিক্যাল পণ্য আমদানিকারক দেশ হিসেবে উল্লেখ করে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ভারতীয় উদ্যোক্তারা বাংলাদেশে যৌথ বিনিয়োগে রসায়ন শিল্প কারখানা গড়ে তুলতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ সরকার দেশিয় উদ্যোক্তাদের মতো ভারতসহ অন্য বিদেশি বিনিয়োগকারীদের সমান সুযোগ নিশ্চিত করবে।
ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জাতীয় রাসায়নিক কমিটির চেয়ারম্যান দীপক সি মেহতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতের কেমিক্যাল ও ফার্টিলাইজার মন্ত্রী অনন্ত কুমার, রসায়ন, সার, সড়ক যোগাযোগ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মানসুখ এল. মানদাভিয়া, উড়িষ্যা প্রদেশের শিল্পমন্ত্রী দেবী প্রসাদ মিশ্র, ভারতের কেমিক্যাল ও পেট্রো-কেমিক্যাল বিভাগের সচিব অনুজ কুমার বিষ্ণু বক্তব্য রাখেন।