ফিলিপাইনের রাজধানী ম্যানিলার একটি জুতার কারখানায় আগুন লেগে কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে।

বুধবার কারখানাটির প্রবেশ পথে ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে যায়। দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারখানার মালিক ভেয়াতো আঙ জানিয়েছে, দুই তলা ওই কারখানাটিতে ২০০ থেকে ৩০০ শ্রমিক কাজ করতেন। এদের অনেকেই ভেতরে আটকা পড়েছিলেন।

 দমকল বাহিনীর প্রধান এরিয়েল বারাইয়ুগা জানান, কারখানা থেকে বের হওয়ার অন্য কোনো পথ ছিল না। যার ফলে বেশিরভাগই শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। কারখানাটির ভেতরে কেমিক্যাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।

ফিলিপাইনের পুলিশ প্রধান লিওনার্দো এসপিনা বলেছেন, ভবন থেকে বের করা মরদেহগুলোর বেশিরভাগেরই শুধু কঙ্কাল অবশিষ্ট রয়েছে। বিবিসি