Home Hot News Today প্রাণভিক্ষার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান

প্রাণভিক্ষার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান

যত দ্রুত সম্ভব জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার জন্য দুই/তিন ঘণ্টা সময় পাবেন কামারুজ্জামান। আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যে কয়েক ঘণ্টা সময় লাগে এ সময়টুকু তাকে দেয়া হবে।

সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আনিসুল হক জানান, কাদের মোল্লার রিভিউ রায়ে বলা হয়েছে যে, এখানে জেলকোডের বিধান কার্যকর হবে না। কাজেই কামারুজ্জামানও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন।

এ সময় কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ পুনর্বিবেচনার রায়ে সন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন সোমবার সকাল ৯টায় খারিজ করা দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।