লিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, এ বছরের শুরুতে বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও হরতালের সময় পুলিশ পেট্রোলবোমা ছুড়েছে বলে দলের চেয়ারপারসন খালেদা জিয়া যে মন্তব্য করেছেন তা ঠিক নয়। আর এই অভিযোগেরও কোনও প্রমাণ নেই।

দায়িত্বশীল ব্যক্তিদের কাছে থেকে এমন বিরূপ মন্তব্য প্রত্যাশিত নয় উল্লেখ করে তিনি বলেন, পুলিশকে নিয়ে খালেদা জিয়ার অভিযোগ মিথ্যা। বিএনপির লাগাতার আন্দোলনে কারা পেট্রোলবোমা ছুড়েছে, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা সবাই জানে। এদের অনেকে ধরা পড়েছে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এরা কোন কোন দলের সদস্য সে রেকর্ডও পুলিশের কাছে রয়েছে।

রবিবার দুপুরে পুলিশ সদর দফতরে ঈদুল ফিতর ও রমজান উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ঈদের সময় মহাসড়কে কোনও ধরনের চাঁদাবাজি হবে না বলেও নিশ্চয়তা দিয়েছেন পুলিশ প্রধান এ কে এম শহিদুল হক। তিনি বলেন, রমজানের শুরু থেকে পুলিশ কঠোর অবস্থানে থাকায় এখন পর্যন্ত হাইওয়েতে কোনও ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়নি। রাজধানী ঢাকার ভেতরেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামীতেও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক থাকে সে ব্যবস্থা নিতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাইরে থেকে অনেক মানুষ গাড়ি নিয়ে কেনাকাটার জন্য ঢাকায় আসেন। তখন গাড়ির সংখ্যা বৃদ্ধি পায়। সেজন্য যানজটও বাড়ে। তবে পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। পুলিশের কনস্টেবল থেকে কমিশনার পর্যন্ত সবাইকে যানজট নিরসনের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ঈদের ছুটিতে যারা বাড়ি যাবেন তাদের বাসাতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজর রাখবে। ইতোমধ্যে বিভিন্ন জোনের ডিসিদেরও সেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে পুলিশ প্রধান বলেন, ‘টিকিট কালোবাজারি রুখতে পরিবহন মালিক, শ্রমিকনেতা ও সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেছি। কালোবাজারি রুখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। কেউ যদি টিকিট কালোবাজারি করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।