Home Hot News Today পবিত্র শবে বরাতে পটকা ফোটানো যাবে না

পবিত্র শবে বরাতে পটকা ফোটানো যাবে না

পবিত্র শবে বরাত শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য ঢাকা মহানগর এলাকায় ওই দিন সন্ধ্যা থেকে বিস্ফোরক দ্রব্য বহন ও পটকাবাজি নিষিদ্ধ করা হয়েছে।

আগামী ২২ মে রোববার সারা দেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। ওই দিন সন্ধ্যা ৬টা থেকেই পটকাবাজি নিষিদ্ধ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করেছে।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ক্ষার-জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।